বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বন্দর থানার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন ওরফে সেলু (৩২)সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় সংশ্লিষ্ট পুলিশ ৪ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৩’শ ১৯ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গত শনিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ২৯(৩)১৮, ৩০(৩)১৮ ও ৩২(৩)১৮। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার পিএসআই আব্দুল আলিমসহ সঙ্গীয় র্ফোস শনিবার রাতে বন্দর থানার নবীগঞ্জ পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নবীগঞ্জ কদম রসুল এলাকার নেওয়াজ আলী মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৮) ও নবীগঞ্জ বড়বাড়ী এলাকার আমিনুল ইসলাম স্বপন মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী রিফাত ওরফে রানা (৩৮)কে গ্রেপ্তার করে। অন্যদিকে একই রাতে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক অজয় কুমার পালসহ সঙ্গীয় র্ফোস একরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একরামপুর পৌরসভা এলাকার জাকির মিয়ার ভাড়াটিয়া শহিদুল্লাহ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সাদ্দাম (২৮) ও একরামপুর আলাউদ্দিন মাইক এলাকার মৃত মৌজে আলী বয়াতি মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আব্দুল জলিল (৪০)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ের উপ-পরিদর্শক মনিরুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস ওই রাতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ইস্ট টাউন এলাকায় অভিযাান চালিয়ে ২’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকার শফিকুল ইসলামের ছেলে মাদক স¤্রাট সালাউদ্দিন ওরফে সেলু (৩২)কে গ্রেপ্তার করে। ধৃত ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক ৩টি মাদক মামলায় রোববার দুপুরে সংশ্লিষ্ট পুলিশ তাদের আদালতে প্রেরণ করেছে।