নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের তরুন ও যুব সমাজ এবং ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার দাবিতে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ করেছে সেবামূলক প্রতিষ্ঠান যুব জাগরণ সংগঠন। শুক্রবার সকাল ১০টায় থানার নবীগঞ্জ বাসষ্ট্যান্ড সংলগ্ন টি হোসেন গার্ডেনের অদূরবর্তী শান্তিবাগ এলাকায় আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের উদ্যোক্তা দাস্তগীর হোসেন পাভেল ও মোঃ জহিরুল ইসলাম। আয়োজকদের সঙ্গে একাতœতা প্রকাশ করে র্যালি ও সমাবেশে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মদ ও নবীগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক আলহাজ্ব মাওলানা মোঃ বদরুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে অংশ নেন মোজাম্মেল হক জনি,মোঃ মাহবুব হোসেন,মোঃ কাওসার,মোঃ সান,মোঃ রিংকু,মাহফুজুর রহমান,মোঃ রনি,মোঃ আরমান,মোঃ শরীফ ভেন্ডার,মোঃ তুহিন,মোঃ মাসুম মোঃ তাছির,মোঃ সানি,মোঃ আজিম,মোঃ আলম,মোঃ নাদিম,মোঃ ফকরুদ্দিন,মোঃ রাকিব,মোঃ হীরা,মোঃ তুষার,মোঃ ফয়সাল,দীন ইসলাম প্রমুখ। সমাবেশে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মদ বলেন,সমাজকে ভাল রাখতে হলে সবার আগে মাদক নির্মূল করতে হবে। মাদক যাতে ভবিষ্যত প্রজন্মকে গ্রাস করতে না পারে সে ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় বন্দরকে মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে হবে। অপরাপর অতিথি বদরুল আলম বলেন,মাদক ক্যান্সারের চেয়েও ভয়াবহ রোগ। যে ব্যাক্তি মাদক রোগে আক্রান্ত হয় তার পরিবারও সেই রোগে তিলে তিলে ধ্বংস হয়ে যায়। আমাদেরকে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এই বলে শপথ নিতে হবে মাদক মুক্ত সমাজ চাই,বাঁচার মতো বাঁচতে চাই। পরিশেষে তিনি যুব জাগরণ সংগঠন সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালণের প্রতাশাসহ তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।