বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৩’শ গ্রাম গাঁজা, ১০পিছ ইয়াবা ট্যাবলেট ও ৮ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার কলাগাছিয়া ইউনিয়ন’স্থ শুভকরদি এলাকার মৃত বারেক মিয়ার ছেলে ছোলেমান(৪২),একই এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ নাদিম(২৪),একরামপুর এলাকার আমিনুল মিয়ার ছেলে মোঃ বাদল(৪৫) ও একই এলাকার এলাহী ভূইয়ার ছেলে আমির(৩৫)। পুলিশ জানায়,মঙ্গলবার দিবাগত রাত পোনে আটটায় সঙ্গীয় ফোর্সসহ অভিযানকালে কলাগাছিয়া বাজার পাকা ব্রিজের সামনে থেকে মাদক ফেরি করে বিক্রিকালে ছেলেমান ও নাদিমের কাছ থেকে ৩’শ গ্রাম গাঁজা ও সন্ধ্যা সাতটায় একরামপুর মেইনরোড থেকে বাদল ও আমিরের কাছ থেকে ১০পিছ ইয়াবা ট্যাবলেট ও ৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৪৬(৪)১৭ ও ৪৭(৪)১৭ইং। বুধবার দুপুরেই গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
এদিকে বন্দরে নারী শিশু ও মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার নবীগঞ্জ নুরবাগ এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে স্বপন(৫৫),মদনপুর ফুলহর এলাকার মৃত হাসান আলীর ছেলে ইসমাঈল(৬৫),কোর্টপাড়া এলাকার কেটু নাসিরের মুক্তার হোসেন(১৯),লাঙ্গলবন্দ এলাকার জাকির হোসেনের ছেলে মেরাজ হোসেন(২৫) ও তাজপুর এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন(২৬)। বুধবার আটকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।