বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১০ কেজি গাঁজা এবং ৫৩পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল ফেন্সিডিলসহ ৫জন আটক হয়েছে। গত শুক্রবার রাতে ও শনিবার বিকেলে থানার ৩টি পৃথক স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। এরা হচ্ছে সুদূর কুমিল্লা সদর থানাধীন বাকেশ্বর এলাকার হাজী ইউনূছ মিয়ার ছেলে দেলোয়ার(২৮),একই এলাকার মৃত সফিকুল মিয়ার ছেলে আবদুল কাদির(৩৫),কৃষ্ণপুর এলাকার বাহারুল মিয়ার ছেলে হাসান(২৬),এনায়েতনগর এলাকার আবদুল লতিফ মিয়ার ছেলে আবুল হোসেন(৪২) ও সোনারগাঁ থানাধীন মল্লিকপাড়া এলাকার কমর আলী মিয়ার ছেলে জসিমউদ্দিন । এদের মধ্যে দেলোয়ারকে ১ কেজি গাঁজাসহ মুখফুলদী এলাকাবাসী দেলোয়র,কাদির ও হাসানকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে এবং ৫৩পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেনকে ও জসিমউদ্দিনকে বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে ৩টি পৃথক মামলা রুজু হয়েছে।