বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১০পিছ ইয়াবা ট্যাবলেট ও দেড়শ’ গ্রাম গাঁজাসহ শামীম(৪২) ও মিজানুর রহমান ওরফে মিজু(৩৯)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দু’টি পৃথক স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। শামীম পুরান বন্দর চৌধূরীবাড়ীস্থ মোল্লাবাড়ী এলাকার মৃত বরউদ্দিনের ছেলে এবং মিজু ধামগড় কুঁড়িপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। এদের মধ্যে শামীমক ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ও মিজুকে দে[শ’গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে। ধৃতদের শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।