বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫০পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫শ’ গ্রাম গাঁজাসহ গিয়াসউদ্দিন(৪৫) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে থানার লাঙ্গলবন্দ বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনাকারী তথা কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর আহসানউল্লাহ চৌধূরী জনান,লাঙ্গলবন্দ নগর এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে গিয়াসউদ্দিন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় রোববার দিবাগত রাত ১০টায় বাড়ির সামনে অবস্থানকালে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তার দেহ তল্লাশী চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেন।