নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ১০পিছ ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৯শ’ গ্রাম গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার দুপুরে পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে নবীগঞ্জ এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে জাহাঙ্গীর(৩০) কুঁড়িপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মিজানুর রহমান(৩৪) ও পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আব্দুল ওহাব মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন(৫০)। ধৃতদের মধ্যে জাহাঙ্গীরকে ১০পিছ ইয়াবা ট্যাবলেটসহ এবং মিজানুরকে কেজি ৫শ’গ্রাম গাঁজা ও ৪শ’ গ্রাম গাঁজাসহ মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে ৩টি পৃথক মামলা রুজু হয়েছে। ধৃতদের মধ্যে জাহাঙ্গীর ও মিজানুরকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।