নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ২শ’ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫শ’ পুরিয়া গাঁজাসহ মোস্তফা বেপারী(৪৫) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ বাড়িতে অবস্থান করে বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মোস্তফা বেপারী ধামগড়স্থ সেনের বাড়ী এলাকার মৃত ইদ্রিস বেপারীর ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।