বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে অন্ডকোষে লাথি মেরে মাছ ব্যবসায়ী ফারুক(৫৫) হত্যার মূল হোতা রাসেলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের তৎপরতার কারণে আতœগোপনে ব্যার্থ হয়ে শনিবার দুপুরে জামিন প্রার্থণা করলে আদালত রাসেলের জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সূত্র মতে,গত ৩০ জুলাই দুপুরে মিরক্ডুী বিবিজোড়া এলাকার ক্বারী আব্দুল মজিদ মিয়ার পুত্র ফারুক মিয়া(৫২) লুডু খেলতে নিষেধ করায় একই এলাকার নুরুন্নবী মিয়ার বখাটে ছেলে রাসেল তার অন্ডকোষে লাথি মারে। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। এ ব্যাপারে নিহতেরর ছেলে বাদী হয়ে রাসেলকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর পরই খুনী রাসেল বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। দীর্ঘ দিন পালিয়ে বেড়ানোর পর শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে আতœসমপর্ণ করে জামিনের জন্য প্রার্থণা করলে আদালত রাসেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নিদেৃশ দেন।