বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ছুড়িকাঘাতে মাকে গলা কেটে হত্যা করেছে ছেলে। আজ ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের জহরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, মুছাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের জহরপুর এলাকার রফিক মিয়ার স্ত্রী আয়েশা আক্তার তার একমাত্র ছেলে সজিব মিয়াকে (৩০) কে নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। আজ ভোরে ঘরের ভিতর মাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে ছড়িকাঘাত করে ছেলে সজীব। এক পর্যায় গলায় ছুড়িকাঘাত করে হত্যা করে সজীব। এসময় আয়েশার ডাক চিৎকারে তার ছোট বোন আঞ্জুমান ছুটে আসে আয়েশাকে মাটিতে মৃত অবস্থায় দেখতে পায়।এসময় সজীব তার মাকে রেখে পালিয়ে যায়। স্বজনরা আরো জানায়, সজিব একজন মানসিক প্রতিবন্ধী রোগী। দীর্ঘদিন যাবৎ সে মানসিক ভারসাম্যতায় অবস্থায় ভুগছে। এর আগেও সে নিজে আত্মহত্যার চেষ্ঠা করেছে । নিহত আয়েশার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায় পুলিশ।
এ বিষয়ে বন্দর থানা পুলিশের ওসি (তদন্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আয়েশার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ঘাতক ছেলে পলাতক রয়েছে। এ বিষয়ে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।