নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে হোটেলে খাবার খেতে যাওয়ার সময় মাইক্রোবাস নিয়ে পালিয়েছে অজ্ঞাতনামা চোরেরা। গত রোববার রাতে থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মাইক্রোবাসের মালিক বাদী হয়ে রোববার রাতেই বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ৩২(৩)১৬ইং। এ ঘটনায় পুলিশ বুধবার রাতেই বুলবুল আহম্মদ(২৮) নামে এক ব্যাক্তিকে রূপগঞ্জ থানাধীন গাউছিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। ধৃত বুলবুল বন্দর থানার দক্ষিণ কুলচরিত্র গ্রামের মোজাম্মেল হকের ছেলে। ৫দিনের রিমান্ড চেয়ে ধৃতকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। মামলায় উল্লেখ করা হয়,সুদূর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন লেবুবাড়ী গ্রামের মৃত ওমেকা হাজরার ছেলে আব্রাহাম হাজরা দীর্ঘ দিন ধরে চট্রগ্রাম মহানগরীর চাঁনগাও থানার বদুরহাট খাজা রোডে বসবাস করে আসছিল। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় রাজধানীর ফার্মগেট হতে তাদের নিজস্ব (চট্রেমেট্রো-চ ৫১০৩৫৮ নম্বরের) টয়োটা মাইক্রোবাসযোগে চট্রগ্রামের বাসার উদ্দেশ্যে রওনা হয়। রাত দেড়টায় রাতের খাবারের জন্য গাড়িটি বন্দর থানাধীন কেওঢালাস্থ এসকিউ ক্যাবল ইন্ডাষ্ট্রিজের সামনে রেখে পার্শ্ববর্তী হোটেলে যায়। ১৫মিনিট পর খাওয়া দাওয়া শেষে ফিরে এসে দেখেন মাইক্রোবাসটি কে বা কারা নিয়ে গেছে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার রাতেই বাদী হয়ে গাড়ির মালিক আব্রাহাম হাজরা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।