বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে অসাবধানতাবশতঃ মশার কয়েলের আগুনে লিটন নামে এক সংখ্যালঘুর স্ত্রী দগ্ধসহ ঘরের আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ভোরে থানার উইলসন রোডস্থ বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন কাজী শহীদের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে বন্দর ফায়ার সার্ভিসের একটি দমকল ইউনিট প্রায় ৪০ মিনিট প্রাণপন প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডে গৃহকর্ত্রী অঞ্জনার মুখমন্ডল ঝলসে যায়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। স্থানীয়রা জানায় সোমবার রাতে লিটন স্ত্রীও সন্তানসহ ঘরে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোরে অসাবধানতাবশতঃ মশার কয়েল থেকে আগুন ধরে যায়। প্রাথমিক অবস্থায় ঘরের কেউ টের না পাওয়ায় আগুনা ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আসবাবপত্রেও আগুন ধরে যায়। এ সময় ঘুম থেকে উঠেই আগুন দেখতে পেয়ে লিটন ও তার স্ত্রী অঞ্জনা ডাক চিৎকার করে। পরে ৭মাসের শিশু সন্তানকে বাঁচাতে গেলে অঞ্জনার মুখমন্ডল ঝলসে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। এদিকে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি দমকল ইউনিট প্রায় ৪০ মিনিট প্রাণপন প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।