বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটটনায় ফাহিম নামে আরেক আরোহী আহত হয়েছেন। সে ঢাকা মেডিকেল হসপিটাল চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ মোর্শেদ।
এর আগে রাত ৯টার দিকে বন্দর থানাধীন দেওয়ানবাগ এলাকার ইউটার্ন ঘোরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বন্দরের মুরাদপুর এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে আদিফ আহমেদ শিমুল (১৮) অপরজন একই এলাকার শেখ আজিজুর রহমানের ছেলে শেখ মো. শাওন (১৭)।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, তারা নতুন মটর সাইেকল চালানো শিখেছে। প্রায়ই দেখতাম তারা এলাকায় 4V মটর সাইকেল চালাতো। কিন্তু আজ রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগে ইউটার্নে ঘুরে চট্টগ্রামমুখী লেনে আসলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে তাদেরকে ২০০ মিটার সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে শাওন ও শিমুল মারা যায়। আর ফাহিমকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
নিহতদের বন্ধু ফাহিম খান জানায়, ওরা অল্প কিছুদিন হল মোটরসাইকেল চালানো শিখছে। কিন্তু আজ কি মনে করে হাইওয়েতে উঠলো বুঝতে পারছি না। যতটুকু জানতে পেরেছি ফাহিম মোটরসাইকেলটি চালাচ্ছিল।
কাঁচপুর হাইওয়ে থানার উপরিদর্শক মতিউর রহমান বলেন, রাত ৯ টার দিকে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আমরা ট্রাকটিকে জব্দ করেছি। তবে ট্রাক চালক ঘটনার পরেই পালিয়ে যায়।