বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২ মাদকসেবীকে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে থানার নবীগঞ্জ এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ বোরহান(৪০) ও ফরাজিকান্দা এলাকার মোঃ আবুল মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৪৫)। বন্দর থানা পুলিশ সোমবার রাতে মাদক সেবনকালে এদের গ্রেফতার করে বন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত মাদক সেবনের দায়ে মোঃ বোরহানকে ৬মাস ও মোঃ মনিরকে ১ বছরের সাজা প্রদান করেন। মঙ্গলবার দুপুরেই ধৃতদের নারায়নগঞ্জ আদালতে প্রেরন করা হয়।