বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫ স’মিল শ্রমিককে ১ঘন্টা আটকের পর ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গাছের গুঁড়ি ফেলে সরকারি রাস্তায় প্রতিবন্ধকতা এবং জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টির দায়ে তাদেরকে ১ঘন্টা আটকের পর সাধারণ ক্ষমা করে সসম্মানে মুক্তি দেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক তথা বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) হোসেনে আরা বীণা। সূত্র মতে, ফরাজীকান্দা এলাকার রাস্তা সংলগ্নবর্তী বিভিন্ন স’মিল মালিকরা দীর্ঘ দিন ধরে মদনগঞ্জ-টু-মদনপুর সড়কের দু’পাশে গাছের গুঁড়ি ফেলে রেখে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল। কাঠ ব্যবসায়ীদের ফেলে রাখার গাছের গুঁড়ির কারণে ওই সড়কটিতে প্রতিনিয়তই যানজট এবং জনসাধারণ ও যানবাহন চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টায় বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) তথা ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক হোসেনে আরা বীণা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে রাস্তা দখল করে জনসাধারণ ও যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি এবং সরকারি রাস্তা বেদখলের দায়ে স্থানীয় স’মিলের রহমান,আব্দুল,শফি,মোজাম্মেল ও আকবর নামে ৫ শ্রমিককে আটক করা হয়। পরে গাছের গুঁড়ি সরিয়ে নেয়ার শর্তে ১ঘন্টা আটকের পর সসম্মানে মুক্তি দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে সন্তুষ্টি প্রকাশ করে সাধুবাদ জানায় এলাকাবাসী।