নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে লিটন হাওলাদার(৩২),শাহীন(৩৩) ও বশির(৪৫) নামে ৩ মাদকসেবীকে ৫শ’ টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত। মাদক সেবনের অপরাধে মঙ্গলবার সকালে উল্লেখিতদেরকে বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মিনারা নাজমীন ভ্রাম্যমান আদালত বসিয়ে ধৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ওই দন্ড প্রদান করেন। ধৃতদের মধ্যে লিটন সোনাকান্দা এলাকার হাবিবুর রহমানের ছেলে,শাহীন একই এলাকার হাজী সৈয়দ হোসেনের ছেলে এবং বশির নবীগঞ্জ কদমরসুল পূর্বপাড়া এলাকা আকরাম আলীর ছেলে। ধৃতদের জরিমানা আদায় শেষে ছেড়ে দেয়া হয়।