বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে পাঁচ বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ তামজিদ হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় লাঙ্গলবন্দ ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে, শুক্রবার দুপুরে সে নিখোঁজ হয়। মৃত তামজিদ হোসেন কাঁচপুর বিসিক এলাকার শাহীন মিয়ার ছেলে। সে সিনহা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রাজ্জাক জানান, পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকার সিনহা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির পাঁচ শিক্ষার্থী বন্দরের লাঙ্গলবন্দের ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে।। এ সময় তামজিদ নিখোঁজ হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার কাজ চালায়। শনিবার সন্ধ্যায় লাঙ্গলবন্দ ব্রিজের নিচ থেকে ডুবুরিরা লাশ উদ্ধার করেন