বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে পাঁচ বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে তামজিদ হোসেন নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে লাঙ্গলবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ স্কুলছাত্র তামজিদ হোসেন কাঁচপুর বিসিক এলাকার শাহীন মিয়ার ছেলে। সে সিনহা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
নিখোঁজ তামজিদের সঙ্গে গোসল করতে যাওয়া বন্ধু বেলায়াত হোসেন বলেন, রিফাত, জয়, ফরহাদ হোসেন ও নিখোঁজ তামজিদসহ আমরা পাঁচ বন্ধু শুক্রবার দুপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমেছিলাম। এ সময় হঠাৎ পানিতে ডুবে যায় তামজিদ। নিজেরা খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রাজ্জাক জানান, পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকার সিনহা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির পাঁচ শিক্ষার্থী বন্দরের লাঙ্গলবন্দের ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় তামজিদ নামে একজন নিখোঁজ হয়। ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।