বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার এলাকায় মোতালেব নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগে ফজলুল করীম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে লাঙ্গলবন্ধশ্মাশনের বাগ ঈদগাঁ মসজিদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী মোতালিব শ্মাশনের বাগ গ্রামে আব্দুর রাজ্জাক কবিরাজের ছেলে।
নিহত ব্যবসায়ীর পরিবার ও এলাকাবাসী জানান, সম্প্রতি একই গ্রামের জুল মিয়ার ছেলে ইসমাইলের বোনের ১৩ শতাংশ জমি ১ লাখ ৭০ হাজার টাকা দরে কিনে নেয় ইটভাটার মালিক মোতালিব হোসেন। শতাংশ দুই লাখ টাকা দরের জমি ৩০ হাজার কম দরে কিনে নেওয়ায় ইসমাইলের সঙ্গে ব্যবসায়ী মোতালিবের দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে মঙ্গলবার রাতে ইসমাইলের নেতৃত্বে সজিব, নবী, রাজু, মামুন, শুভ, তানজিল, নয়ন, রানা, শাহজাহান, হারুন ও রুবেল মোতালিব হোসেনকে ছুরিকাঘাত করে জখম করে। এ সময় স্থানীয়রা মোতালিব হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।
বন্দর থানার ওসি মহসীন জানান, মোতালিব হোসেনকে প্রতিবেশী ইসমাইল জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফজলুল করীম নামে একজনকে আটক করা হয়েছে।