বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বেপরোয়াগামী সিএনজি’র ধাক্কায় তাসনিম(৭)নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় থানার নবীগঞ্জ-টু-কাইকারটেক রুটের তিনগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত তাসনিমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তাসনিম স্থানীয় তিনগাঁও এলাকার প্রভাতি কিন্ডার গার্টেনের ২য় শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়,পদুঘর এলাকার হাসান মিয়ার স্ত্রী ময়না বেগম বুধবার সকাল সাড়ে ৭টায় তার ছেলে তাসনিমকে নিয়ে বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। পৌণে ৮টায় স্কুলের সামনে নেমে অটোরিকশা ভাড়া দেয়ার সময় কাইকারটেক থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা অজ্ঞাতনামা একটি সিএনজি মা-ছেলেকে আচমকা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সিএনজি’র ধাক্কায় মা-ছেলে পার্শ্ববর্তী গাছের ঝোপে পড়ে গেলে আশ পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের মধ্যে মায়ের অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু তাসনিমের আশংকা কাটেনি। এদিকে এ দুর্ঘটনার পর পরই এলাকাবাসী ওই রুটে চলাচলরত সিএনজি চলাচল বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরুদ্ধ করে রাখলে পকয়েক ঘন্টা সিএনজি চলাচল বন্ধ থাকে।