বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরে বক্তার কান্দি এলাকায় বিয়েতে রাজী না হওয়ায় প্রেমিক হৃদয়(২০) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে প্রেমিকা। সোমবার ২৬আগষ্ট ধর্ষিতার (প্রেমিকা) পিতা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং ৪৮(৮)১৯ইং।
পুলিশ সোমবার রাতেই ধর্ষক(প্রেমিক) হৃদয়কে গ্রেফতারসহ কোর্টে প্রেরন করেছে ও ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষা শেষে ২২ ধারায় কোর্টে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত জুলাই ২০১৮ইং সাল থেকে কিশোরী(১৪) এর সাথে বন্দর থানার বক্তারকান্দী এলাকার মাহফুজুর রহমান খোকা মিয়ার ছেলে হৃদয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা উভয়ে একাধিকবার বিভিন্ন স্থানে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। পরে প্রেমিক হৃদয় গত ১৯ আগস্ট কিশোরী প্রেমিকাকে বাড়ি থেকে অনত্র নিয়ে যায়। পরে প্রেমিক হৃদয়ের এক আতিœয়ের বাড়িতে নিয়ে গিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। পরে ধর্ষিতা কিশোরী প্রেমিক হৃদয়কে বিয়ে কবে করবে বলে চাপ সৃষ্টি করলে বিয়ে করবে না বলে সে সাফ জানিয়ে দেয়। ধর্ষিতা কিশোরী গত ২৪ আগস্ট বাড়িতে এসে তার পিতা মাতাসহ তার আত্মীয়-স্বজনদের পরামর্শানুযায়ী প্রেমিক হৃদয়কে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করে।