নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শনিবার রাতে বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌতুক ও মারামারি মামলার আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে থানার তিনগাও মৃত আব্দুল কাদেরের ছেলে কেরামত আলী মাষ্টার(৪৫) সোনাকান্দা চৌধুরী,সুদূর পটুয়াখালি জেলার শিয়ালী গ্রামের ফোরকান মৃধার ছেলে আরিফুর রহমান(২৪) ও সোনাকান্দা এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে আবুল কায়েস রাসেল(৩৫)। ধৃতদের মধ্যে কায়েস যৌতুক মামলার,কেরামত মারামারি মামলার আসামী এবং আরিফুরকে সন্দেহজনক কারণে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আরিফুরকে ৫৪ধারায় এবং অপরাপর দু’জনকে ওয়ারেন্টের বলে আদালতে প্রেরণ করা হয়।