বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো থানার বারপাড়া এলাকার ইমাম উদ্দিন ওরফে মদিন মিয়ার ছেলে নারী ও শিশু র্নিযাতন মামলার পলাতক আসামী আলী আক্কাস (৩০) ও কামতাল মালিভিটা এলাকার আব্দুল হক মিয়ার ছেলে ডাকাতি মামলার পলাতক আসামী আব্দুল কাদির (৩৮)। একরামপুর এলাকার কামাল হোসেন মিয়ার ছেলে পারভেজ হোসেন (২৫),পুরানবন্দর চৌধূরীবাড়ী এলাকার মফিক হোসেন মিয়ার ছেলে ফয়সাল (২২) ও বন্দর কলাবাগ ঝাউতলা এলাকার শফিক হোসেন মিয়ার ছেলে আল আমিন (২৫)। ধৃত ৫ জনের মধ্যে আলী আক্কাস ও আব্দুল কাদিরকে পৃথক ওয়ারেন্টে ও অপরধৃত ৩ যুবককে পুলিশ মাদক সেবনের দায়ে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করে।