বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার বন্দরে বিভিন্ন পূজা মন্ডব পরির্দশন করেন। সোমবার সন্ধা ৭টায় তিনি ঋষিপাড়া’স্থ শ্রী শ্রী কালী মন্দির,বাবুপাড়া বৃন্দাবনসহ লালজিউর মন্দির ঘুরে ঘুরে উৎসব আগত পূণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পূজামন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের একনিষ্ঠতা ও ধৈর্য্যশীল দায়িত্বপালনে ভূয়সী প্রশংসা করেন । এ সময় হান্নান সরকার ছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন নাসিক ১৯,২০,২১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি,ঋষিপাড়া শ্রী শ্রী কালী মন্দির কমিটির সভাপতি সুনিল চন্দ্র দাস,সাধারন সম্পাদক সুজন দাস,জীবন দাস,পলরান দাস,গৌতম সাহা,শিখন দাস,তরুন চন্দ্র,বকুল,রিপন,মোঃ দেলোয়ার হোসেন,বাবুল সরকার প্রমুখ।