বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে গতকাল সোমবার বিকেলে বন্দর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর উপজেলার বাগদোবাড়ীয়া এলাকার মৃত ছলিমউদ্দিন মিয়ার ছেলে হাজী মোঃ মফিজুল ইসলাম (৪৫) কলাগাছিয়া ইউনিয়নের রুরুন্দী এলাকার মৃত জাকির মিয়ার ছেলে পারভেজ (৩০) ও চিড়াইপাড়া এলাকার মৃত হাসান আলী মিয়ার ছেলে সামছুল হক (৫৫)। গ্রেপ্তারকৃত ৩ আসামীর মধ্যে ২ জনকে গতকাল সোমবার আদালতে প্রেরণ করলেও অপরধৃত সামছুল হক থানা হাজতে আটক আছে বলে থানা সূত্রে জানা গেছে।