বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টেভুক্ত পালাতক আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। থানা সুত্রে জানতে পারা যায়, বন্দর বিবিজোরা এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে মাদক সেবি আলী হোসেন(২২)কে মাদক সেবন কালে আটক করে। অপরদিকে ওয়ারেন্টেভুক্ত পালাতক আসামী দেওলী চৌরাপাড়া এলাকার আফজাল মিয়ার স্ত্রী শিউলি(৩০)কে মাদক মামলার ওয়ারেন্টে গ্রেফতার করে ও সোনাকান্দা বেপারীপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(৪০)কে ওয়ারেন্টের বলে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতার কৃত ৩ আসামীকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করে।