বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৩ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে থানার ফরাজিকান্দা, লক্ষনখোলা ও ধামগড় এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার ফরাজিকান্দা এলাকার মৃত ইয়াজল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টেভূক্ত পলাতক আসামী ও চিহিৃত চোর খালিদ হোসেন (৩৩) ও একই থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার কামাল ফকির মিয়ার ছেলে অপর সিআর মামলার পলাতক আসামী নজরুল মিয়া (৩৬) ও ধামগড় ইউনিয়নস্থ সোনাচড়া এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে হুমায়ন কবির (২৫)। ধৃতদের দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ।