বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিকুর রহমান(৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার সকালে থানার মিরকুন্ডী বালুচর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সিদ্দিকুর রহমান ওই এলাকার মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়,বৃদ্ধ সিদ্দিকুর রহমান ছাগলের জন্য গাছ সংগ্রহ করতে শুক্রবার সকাল ৯টায় বাসা থেকে বের হয়। সাড়ে ৯টার সময় স্থানীয় শায়খ হাসান ইবনে ইসহাক জামে মসজিদ সংলগ্ন একটি গাছ থেকে পাতা কাটার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করলেও স্বজনরা জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমুতি সাপেক্ষে বৃদ্ধের মৃতদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।