বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে শুভকরদি’স্থ চরধলেরশ্বরী নদীতে গোসল করতে গিয়ে বিদুৎ পৃষ্ট হয়ে মা ও মেয়েসহ ৩ জন নিহত হওয়ার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে শান্তনা ও সমবেদনা জানিয়েছেন। গতকাল শনিবার বেলা ১২টায় তদন্ত কমিটি উক্ত এলাকায় পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির আহবায়ক নারায়ণগঞ্জ জেলার অতিরুক্ত ম্যাজিস্টেট মোঃ সারোয়ার হোসেন, বন্দর উপজেলা পরিষদের র্নিবাহী কর্মকর্তা মৌসুমী হাবিব ও বন্দর পল্লী বিদুৎত জোনাল অফিসের নতুন ডিজিএম সন্তুস রায়। এ সময় আর উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ মাহামুদা আক্তার, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামান, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ হাওলাদারসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরে তদন্ত কমিটি ঘটনাস্থল থেকে ১টি গামছা ও ১টি তারের টুকরা আলামত হিসেবে উদ্ধার করে। পরিদর্শন শেষে তদন্ত কমিটি নিহতদের পরিবারের সাথে কথা বলেন এবং তাদের শান্তনা ও সমবেদনা জানান। এবং বন্দর উপজেলা পরিষদের র্নিবাহী র্কমর্কতা মৌসুমী হাবিব বিদুৎত পৃষ্টে আহত ববিতা রানী ঘোষকে নগদ ৫ হাজার টাকা ও উপজেলা ভাইসচেয়ারম্যান এডঃ মাহামুদা সেন্টেু ঘোষের ৮ মাসের সন্তানকে ২ হাজার টাকা অনুদান দেন।
সাবদীতে মকবুল মেম্বারের নাম ভাঙ্গিয়ে ভাতিজা মাসুমের অবৈধ গ্যাস সংযোগ বানিজ্য জমজমাট
স্টাফ রিপোর্টার ঃ বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের সদ্য নির্বাচিত ৫নং ওয়ার্ডের মেম্বার মকবুল হাজীর নাম ভাঙ্গিয়ে তার ভাতিজা মাসুমের অবৈধ গ্যাস সংযোগ বানিজ্য জমজমাট হয়ে উঠেছে। এ সকল গ্যাস সংযোগের আদৌ কোন বৈধতা না থাকলেও নিজেকে ক্ষমতাসীন দলের পরিচয়দান করে নিরীহ লোকজনকে ফুসলিয়ে সংযোগ প্রতি ৫০ থেকে ৬০ হাজার করে টাকা হাতিয়ে নিচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে,গ্যাস চোর মাসুম গত কয়েক মাসের ব্যবধানে প্রায় অর্ধ শতাধিক সংযোগ প্রদান করে। বিগত ৪দিন পূর্বেও মাসুম সেলসারদি এলাকার জনৈক বাসিন্দা আব্দুর রশীদ,শরীফ মিয়া,বাবু ও কুলসুম বেগমের বাড়িতে অবৈধ সংযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাস চোর মাসুম টাকা কুমিড়ে পরিণত হলেও সরকার বঞ্চিত হচ্ছে মোটা আংকের রাজস্ব থেকে। এলাকার সচেতন মহল তদন্তপূর্বক আশু ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা নারায়ণগঞ্জ-৫আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ একেএম সেলিম ওসমানের প্রতি অনুরোধ জানিয়েছে।