নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে বেপরোয়াগামী যাত্রীবাহী বাসের চাপায় হালিমা(৫৭) নামে এক নারী ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার সকালে থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসষ্ট্যান্ডের অদূরবর্তী স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ভিক্ষুক সুদূর কুমিল্লা জেলাধীন হোমনা থানার নুরালাপুর গ্রামের জানে আলমের স্ত্রী। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক বাসটি আটকের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,নারী ভিক্ষুক হালিমা সকাল সাড়ে ৮টায় রাস্তার পারপারের সময় অজ্ঞাত যাত্রীবাহী বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।