নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিআরটিসি দ্বিতল বাসের ধাক্কায় শ্রাবণ পরিবহণের ৫ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ একতা সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ বিআরটিসি’র চালককে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় মদনপুর-টু-আব্দুল্লাহপুরগামী শ্রাবন পরিববহণের একটি বাস যাত্রী উঠানোর জন্য মদনপুর একতা সুপার মার্কেটের সামনে অবস্থান করে। কিছুক্ষণ পর পিছন থেকে আসা (ঢাকা মেট্রো ব ১১-৬১২৬ নম্বরের)বিআরটিসি’র অপর একটি দ্বিতল বাস শ্রাবণ পরিবহণের সামনে অবস্থান করে যাত্রী উঠানের চেষ্টা করে। এ সময় শ্রাবণ পরিবহণের চালক প্রতিবাদ করলে এ নিয়ে উভয়ের মধ্যে বাত-বিতন্ডা হয়। বাক-বিতন্ডার এক পর্যায়ে বিআরটিসি’র চালক হানিফ ক্ষিপ্ত হয়ে শ্রাবন বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই পরিবহণে থাকা প্রায় ৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে শাকিলা(২৬) ও মাছুদ(৩০) নামে দু’যাত্রীকে গুরুতর অবস্থায় স্থানীয় আল বারাকাহ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ বিআরটিসি বাস ও চালককে আটক করে থানায় নিয়ে গেলেও রহস্যজনক কারণে ওই চালককে থানা থেকে ছেড়ে দেয়।