নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের সোনাকান্দা ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উক্ত স্কুল প্রাঙ্গনে বিজয়ীদের মাঝে এ পুরুস্কার তুলে দেওয়া হয়। পুরুস্কার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ফৌজিয়া মালিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম খুরশীদ মালিক (ই), এনইউপি, এনডিইউ, পিএসসি, বিএন। এ সময় উপস্থিত ছিলেন সোনাকান্দা ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ উক্ত স্কুলের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।