নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে ভাষার মাস ফেব্রুয়ারী অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অতিবাহিত করেছে বন্দরবাসী। পুলিশী রেকর্ড অনুযায়ী বিদায়ী ওই মাসে তেমন কোন উল্লেখযোগ্য ঘটনা সংঘটিত হয়নি। তুলনামূলকভাবে নারী নির্যাতন মামলা প্রায় অর্ধডজনেরও বেশি হলেও হত্যা,ধর্ষণ ও ডাকাতির মতো জগণ্যতম কোন ঘটনা ঘটেনি। প্রাপ্ত তথ্যে দেখা যায়,সদ্য অতিক্রান্ত ফেব্রুয়ারী মাসে বন্দর থানায় সর্বমোট ৩৩টি মামলা এন্ট্রি হয়েছে। যার মধ্যে চুরি ৩টি,নারী ও শিশু নির্যাতন ৭টি,মাদক ১২টি এবং মারামারি ও অন্যান্য মামলা রয়েছে ১১টি। এছাড়া ১০৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ফেব্রুয়ারী মাসে শুধুমাত্র ওসি বদলী ছাড়া বন্দর থানায় আর কোন গুরুত্বপূর্ণ বিষয় পরিলক্ষিত হয়নি। বিগত অফিসার ইনচার্জ নজরুল ইসলামের বদলী’র পর সেখানে অভিষিক্ত হয়েছেন ঢাকা রেঞ্জের কর্মরত চৌকশ ইন্সপেক্টর মোঃ আবুল কালাম। যোগদান করেই নবাগত ওসি আবুল কালাম ২০ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২টা ১মিনিটে আন্তজার্তিক মাতৃভাষা দিবসে বন্দর শহীদ মিনারের স্মৃতিস্তম্ভে থানা প্রশাসনের পক্ষে পুস্পার্ঘ্য অর্পণ করেন। ওসি আবুল কালাম যোগদানের এক সপ্তাহের মধ্যে ৪শ’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও পেশাদার কিলার সোনারগাঁয়ের চাঞ্চল্যকর সিএনজি চালক হত্যা মামলাসহ প্রায় অর্ধডজন মামলার আসামী গাফ্ফারকে গ্রেফতার করে বেশ কৃতিত্ব দেখান।