বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সন্ধ্যায় থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো মোঃ বাচ্চু মিয়া (৪০)।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ বাচ্চু মিয়া নারায়ণগগঞ্জ জেলার বন্দর থানাধীন যুগিপাড়া এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।