নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান স্মরণে বন্দরের ঘারমোড়া সবুজ বাংলা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট শুক্রবার হতে শুরু হয়েছে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মাঈনুদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব কাজিমউদ্দিন প্রধাণ,কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়া,হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি’র সভাপতি মঞ্জুর হাসান মেম্বার,হাজী মোঃ নাজিমউদ্দিন,নূরন্নবী ওসমানী,বন্দর থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মজনু,আলাউদ্দিন দেওয়ান,মফিজুল ইসলাম মন্টু,আব্দুল মান্নান প্রধাণ,সালেহ মাহামুদ,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির শাহ,সমাজ সেবক মোঃ সেলিম,মোঃ জামান মাকসুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।