বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বিরানী খাওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের এক প্রতিবন্ধী শিশুকে বলাৎকার করেছে লম্পট হোসিয়ারী মালিক পিন্টু। সম্প্রতি থানার বন্দর শাহী মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বলাৎকারের শিকার হওয়া শিশুটির মা বাদী হয়ে সোমবার বিকেলে বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বন্দর শাহী মসজিদ দত্তবাড়ী এলাকার বাবু মিয়ার প্রতিবন্ধী শিশু পুত্র আমিনুল(১১) জানায়,গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১২টায় একই এলাকার সারেং মিয়ার লম্পট পুত্র পিন্টু তাকে বিরানী খাওয়ার প্রলোভনে ফেলে তার ভাড়া হোসিয়ারীর ভিতরে নিয়ে বলাৎকার করে। পরে বিষয়টি জানাজানি এলাকাবাসীর মাঝে মৃদু উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত পিন্টু জানায়, এটা নিছক ষড়যন্ত্রমলূকভাবে তাকে ফাঁসানোর পাঁয়তারা।