নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে চুরির অপবাদ দিয়ে প্রতিবন্ধী কিশোর নয়ন(১৬)কে প্রহারের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। দীর্ঘ ১৪ দিন হাসপাতালে চিকিৎসার পর তার পিতা সেলিম মিয়া বাদী হয়ে সোমবার দুপুরে বন্দর থানায় লিখিত ওই অভিযোগটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় বন্দরের সোনাকান্দা চৌধূরীপাড়া এলাকার সেলিম মিয়ার প্রতিবন্ধী ছেলে নয়ন গত ১ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাত ১০টায় রূপালী গেইট এলাকার নদীর পার হতে বাসায় ফেরার পথে ওই এলাকার মুদী দোকানী বিপ্লব তার পথরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ওই এলাকার চিহ্নিত মোবাইল চোর মামুন ওরফে ল্যাংড়া মামুনের নেতৃত্বে,মুদী দোকানী বিপ্লব বখাটে শামীম ও সোহেলসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনের একটি বখাটের দল নয়নকে এলোপাথাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে আহত নয়নের অবস্থা বেগতিক বুঝে বখাটেরা দ্রুত সটকে পড়ে। পড়ে আশ পাশের লোকজন আহতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনায় আহত নয়নের গ্রামের বাড়ি সোনাকান্দা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনাকে ঘিরে যে কোন মুহুর্তে ফের সংঘর্ষের আশংকা করছে রূপালী গেইট এলাকাবাসী।