বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরে পোশাকশ্রমিককে গণধর্ষণ মামলার অন্যতম আসামি ১৯ বছর বয়সী সালমান শাহী ওরফে মৃদুলকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার দুপুরে তাকে বন্দর থানায় সোপর্দ করা হয়। এর আগে, শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ এলাকা থেকে সালমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সালমান শহরের আমলাপাড়া এলাকার শাহ আলম ওরফে কইতর মিয়ার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার পরিদর্শক (অপারেশন) তছলিম উদ্দিন জানান, রোববার দুপুরে সালমানকে বন্দর থানায় সোপর্দ করে র্যাব। পরে পাঁচদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।
১৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ঘুরতে যাওয়ার কথা বলে বন্দর ইউনিয়নের বালুচর এলাকার সৈয়দ রফিকুল মিয়ার বাড়িতে নিয়ে ওই নারীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী।