বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে মাহামুদুল হাসান আপন (২১)কে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যায় বন্দর থানার দেউলী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহতের ভাই হৃদয় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ মজিবর রহমান (৬২) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত আপনকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতের রগ ও কান কর্তন হয়েছে বলে আহত পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বন্দরের দেউলি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে গ্রেপ্তারকৃত মজিবর রহমানসহ ৫/৬ সন্ত্রাসী মাদকসেবী মিলে একই এলাকার আমজাদ হোসেনের ছেলে মাহামুদুল হাসান আপনকে কুপিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত আছে। প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছেলে আহতের ঘটনার জের ধরে বল্টু আমজাদ বিবাদী নুরুল ইসলামের বাড়িতে দফায় দফায় হামলা ভাংচুর তান্ডব চালায় বলে স্থানীয়রা জানায়।