বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫জানুয়ারী পুলিশের উপর হামলা ও টেম্পু পোড়ানো মামলার অন্যতম আসামী ছাত্রদল নেতা ফাইজুল হাসান ওরফে রাজিব(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে থানার নবীগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত রাজিব নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত শওকত আলীর ছেলে। সে মুকুলপন্থী কদমরসুল পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক। ধৃতকে বুধবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। প্রকাশ থাকে যে,২০১৪ সালের ৫জানুয়ারী সকালে গণতন্ত্র হত্যা দিবস পালণ করার সময় ২০ দলীয় জোট নেতৃবৃন্দ’র সঙ্গে পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে জোটের নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাদের পেট্রোল ডিউটি’র টেম্পু জ্বালিয়ে দেয়। এ সময় ৮ পুলিশ সদস্য আহতসহ বেশ কয়েকজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়। এ ব্যাপারে সে সময় পুলিশের উপর হামলা ও টেম্পু পোড়ানোর ঘটনায় পৃথক দুটি মামলা রুজু হয়।