বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার সাবদী এলাকার নুরুল হক ভেন্ডারের ছেলে শাহীন (৪০) ও একই থানার দড়ি-সোনাকান্দা এলাকার মৃত রহমান আলী মিয়ার ছেলে আইয়ুব আলী (৫৫)। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এদিকে ফেরী করে গাঁজা বিক্রির সময় ১’শ গ্রাম গাঁজাসহ শ্রী রাকেশ (২৬) নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে বন্দর ফাাঁড়ি পুলিশ। গত রোববার রাতে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ একরামপুর সুইপার কলোনী রাস্তার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর ফাঁড়ি এএসআই বিরাজ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা ১২(৯)১৯। ধৃত মাদক ব্যবসায়ী শ্রী রাকেশ একই এলাকার মৃত সুনিল লালের ছেলে। ধৃতকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।