নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন,পার্ক নির্মাণ হলে এলাকাবাসী’র বেনিফিট। এখানে সিটি কর্পোরেশনও লাভবান হবেনা। কোন বক্তব্য রাখার জন্য বন্দরে আসা হয়না। এলাকাবাসী’র সুবিধা অসুবিধা দেখেই কাজ করতে হবে। বৃহস্পতিবার সকালে বন্দরের ২০ নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় পরিদর্শণকালে তিনি এসব কথা বলেন,ডাঃ আইভী আরো বলেন,এখানে কোন গুণগান করতে নয় মানুষের সমস্যার কথা শুনতে এসেছি,অবধারিত সমস্যার সমাধান করতে হবে। আমরা কি কাজ করেছি আপনাদের চোখ আছে আপনারা দেখছেন,বিবেক আছে বিবেচনা করে যেটা ভাল হয় সেটাই বলবেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন নূর,সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি,নাসিক’র তত্ত্বধায়ক মোঃ আব্দুল আজিজ,এক্সইএন ইসমাঈল চৌধুরী,উপ-সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসানুল ইসলাম,কার্য সহকারি আমিনুল ইসলাম,মোঃ সোহেল দেওয়ান,ঠিকাদার জাকির হোসেন,প্রবীণ আওয়ামীলীগ নেতা বাবুল ইসলাম,২০ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব জসিমউদ্দিন আহম্মেদ,হাজী আমির হোসেন,রফিকুল ইসলাম জাহাঙ্গীর,সমাজ সেবক শহীদুল ইসলাম,মাহফুজুল ইসলাম বাবু,মোঃ নূর আলম,মোঃ রমজান প্রমুখ। এর আগে ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা থানা সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরবর্তী যাত্রীছাউনি হতে সোনাবিবি রোড পর্যন্ত আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ এবং গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধণ করেন।