নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে পারিবারিক কলহের জের ধরে শাহনাজ(২০)নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে থানার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শাহনাজ ওই এলাকার শাহজাহান মিয়ার মেয়ে। এ ব্যাপারে শাহজাহান জানায়,বিগত ২ বছর পূর্বে বন্দরের বাবু নামে এক ব্যাক্তি নিজেকে অবিবাহিত পরিচয়ে শাহনাজকে বিয়ে করে। প্রায় ৪মাস ধরে স্বামী বাবু তার পূর্বের স্ত্রী’র কাছে চলে যায়। স্বামী পরিত্যক্ত হওয়ায় গৃহবধূ শাহনাজ পিত্রালয়েই বসবাস করে আসছে। শুক্রবার পিতা জুমার নামাজ শেষে ঘরে ফিরে জানালা দিয়ে মেয়েকে ঝুলন্ত দেখতে পেয়ে চিৎকার দিয়ে ওঠেন। পরে আশ পাশের লোকজন জড়ো শাহনাজকে নিচে নামিয়ে রাখে। ৩ মেয়ের মধ্যে সবার ছোট শাহনাজ। ৭ বছর আগে বড় মেয়ে পারভিন শম্ভুপুরায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। মেজো মেয়ে হেলেনা ময়মনসিংহে বিয়ে হয়।