বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে বন্দর শহীদ মিনারের সামনে দাড়িতে এই কর্মসূচি পালন করেন ২১ নং ও ২২ নং ওয়ার্ডের কয়েকশ স্থানীয় এলাকাবাসী।
এসময় বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন,
প্রায় দেড় মাস যাবৎ ১০ টি এলাকার ৪ পরিবারের প্রায় ৪০ হাজার মানুষ পানির সংকটে দুর্ভোগে জীবন যাপন করছে। স্কুল কলেজ শিক্ষার্থী, মুসল্লিরা মসজিদে উজু করার ঠিকমত পানি পাচ্ছেনা। পানির অভাবে গৃহিনীরা রান্না করতে পারছেন। একটু পানির জন্য দোয়ারে দোয়ার ঘুরতে হছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় কাউন্সিলর আপনারা দ্রুত এই পানির সংকটের সমাধান করুন। আমরা পানি চাই বাঁচতে চাই। না হলে আমরা কঠোর আন্দোলনে মাধ্যমে কর্মূচিত করতে বাধ্য হবো।
বিক্ষোভ মিছিল নাসিকের বন্দর ২১ নং ও ২২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঝাড়ু নিয়ে ও পানির দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রদক্ষিন করেন। এসময় সড়কের আধা ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।