বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চিড়ইপাড়া কলোনিতে এ ঘটনা ঘটে।
মৃত শান্ত মিয়া ওই কলোনির ফারুক মিয়ার ছেলে ও কামতাল ডাকসমাজ কবরস্থান হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণির ছাত্র।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হুসাইন জানান, শান্তর বাবা ফারুক ও মা সাথী বেগম দুইজন প্রতিদিনের ন্যায় বুধবার সকালে কাজে যান। বাবা-মা বাড়িতে না থাকায় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় শান্ত। পরে অন্য শিশুরা গোসল করতে নামলে শান্তকে পানির নিচে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা এসে শান্তকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।