বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরের সবচাইতে ব্যাস্ততম ও গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে বন্দর ১নং খেয়াঘাট সড়ক। প্রতিদিন হাজার হাজার কর্মজীবি,চাকুরীজীবি,স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী বিভিন্ন ধরণের শত শত যানবাহন চলাচল করে থাকে। পরিতাপের বিষয় হলো এক শ্রণীর অসাধু বাড়ির মালিক জন সাধারণের চলাচলের বিষয়টির তোয়াক্কা না করে সড়কের মাঝখানে অপরিকল্পিতভাবে পাথর ও বালুসহ নানা প্রকার নির্মাণ সামগ্রী ফেলে রেখে জন ভোগান্তি ও যান চলাচলে সীমাহীন ব্যাঘাত সৃস্টি করে আসছে। সড়কের মাঝখানে এলোপাথাড়িভাবে পাথর বালু ফেলে রাখায় জন সাধারণ ও যান চলাচলে দারুনভাবে বাধাগ্রস্থ হচ্ছে। সম্প্রতি ভ্রাম্যমান আদালতের এক অভিযানে বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্টৈট মৌসুমী হাবিব রাস্তার উপরে এসব পাথর বালু রাখতে নিষেধ করলেও তা উপেক্ষা করে এখনো ফের পাথর-বালু ফেলে রাস্তা দখল করে জন সাধারণের চলাচলে ব্যাঘাত সৃস্টি করছে। এ ব্যাপারে স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান,র্যালি আবাসিক এলাকার জনৈক বাবুল মিয়াসহ বেশ কযেকজন একাধিক বাড়ির মালিক কিছুদিন পর পরই তাদের ভবন সম্প্রসারণ কাজ করতে গিয়ে পাথর ও বালুসহ নানা প্রকার নির্মাণ সামগ্রী স্তুপ করে প্রধাণ সড়ক দখল করে রাখে। কিছু দিন আগে বন্দর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যামন আদালতের অভিযান পরিচালনাকালে রাস্তার মাাঝখানে পাথরের পাহার দেখতে পেয়ে এবং জন সাধারণের ভোগান্তির বিষয়টি উপলব্ধি করতে পেরে বন্দর পুলিশ ফাাঁড়ির তৎসময়কার ইনচার্জের মাধ্যমে পাথরের মালিক বাবুল মিয়াকে সতর্ক করে দেয়া হয়। অথচ সেই সতর্কতা উপেক্ষা করে বাবুল মিয়াসহ বিভিন্ন বাড়ির মালিকরা সরকারি রাস্তা দখল করে জনভোগান্তি সৃষ্টি করে আসছে। ভুক্তভোগীরা ভয়ানক ভোগান্তি থেকে রেহাই পেতে প্রশাসনের উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছে।