বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পল্লী বিদ্যুত জোনাল অফিসে দালাল ও গ্রাহকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো গ্রাহক ইকবাল (৪৫) ও দালাল রাসেল (৩৫)। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় পঞ্চায়েত ও জনপ্রতিনিধি বিষয়টি মিমাংসা করে দেন। গ্রাহক ইকবাল জানান, তার শ্যালিকা শাহনাজ ৪ মাস পূর্বে ৩ হাজার টাকা দেয় পল্লী বিদ্যুতের দালাল রাসেল ও দালাল কাদিরকে বিদ্যুতের মিটার পাওয়ার জন্য। ৪ মাসেরও কোন প্রকার কাজ না হওয়ায় গতকাল দুপুরে তার শ্যালিকা দালাল কাদিরকে না পেয়ে রাসেলকে পল্লী বিদ্যুত অফিসে পেয়ে গালাগালি করে এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইকবাল ও রাসেলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়েই আহত হয়। রাসেল রক্তাক্ত জখম হয়। পরে দালালচক্ররা ঐক্যবদ্ধ হয়ে শাহনাজ বেগম ও ইকবালকে জিম্মি করে পল্লী বিদ্যুতের ডিজিএমে’র রুমে আটক রাখে। সংবাদ পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
এ ব্যপারে বন্দর পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান জানান, রাসেল ও কাদির পল্লিবিদ্যুতের কোন স্টাফ নয়। আর যারা দালালদের মাধ্যমে বিদ্যুতের মিটার পাওয়ার জন্য টাকা দিচ্ছে তারা ভুল করছে। গ্রাহকরা যদি অফিসে যোগাযোগ না কওে কোন দালালদেও কাজ দেয় তাহলে অফিস কোন দায় গ্রহন করবে না। পরে বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার মিমাংসা করে দেন এবং মিটার সংযোগের ব্যাপারে কোন দালালদের নয় বরং সরাসরি অফিসে যোগাযোগ করার জন্য গ্রাহকদের নির্দেশ প্রদান করেন।