বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী শহিদ আহম্মেদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই
দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মষ্পর্শী দিন। এই দিনে ইরাকের ফোরাত নদীর তীওে কারবালার প্রান্তওে পৃথিবীর নির্মমতম ঘটনার অবতারনা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর প্রিয় দৌহিত্র হযরত ঈমাম হোসেন (রা:) মাত্র ৭২ জন সহযোগী নিয়ে এজিদের বিশাল বাহিনীর সঙ্গে জিহাদ করে শহীদ হন। বুধবার বিকাল ৫টায় বন্দর শাহী মসজিদ’স্থ হাফেজীবাগ এলাকায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় কাউন্সিলর প্রার্থী কাজী শহিদ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজীবাগ জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ আবুল খায়ের,বন্দর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন,সহ-সভাপতি মনির হোসেন,জাতীয় পার্টি নেতা মোঃ কামাল হোসেন,আলমচান,আব্দুর কাদির,মোঃ রিপন,মোঃ বাবুল,তারু সরদার,মোঃ আলী,আলী আহম্মদ,মোঃ জুলহাস,মোঃ শরিফ প্রমূখ। পরিশেষে মুসলিম ওম্মাহর শান্তি ও সম্বৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন ২২নং ওয়ার্ড ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন নান্টু। মিলাদ শেষে সকলের মাঝে খিচুরী বিতরন করা হয়।