নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে শতাধিক মানুষের খাবার ও ব্যবহারের জন্য নিজ অর্থে পানির কল স্থাপন করে দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া। সোমবার সকাল ১১টায় বন্দর সিরাজুদ্দৌলা ক্লাব সংলগ্ন মাঝি বাড়িতে এ ব্যবস্থা করা হয়। প্রায় অর্ধলক্ষাধিক টাকা ব্যায়ে নির্মিত পানি সংযোগ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন কাউন্সলর সুলতান আহাম্মদের সহধর্মিণী মিসেস রোকসানা আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব কাজী নাছির,দৈনিক অগ্রবাণী’র বিশেষ প্রতিনিধি মোঃ কবির হোসেন,মোঃ পনির ভূইয়া,মাহাবুব ইসলাম,মোঃ হিমেল,মোঃ সাগর,মোঃ ইয়াদ আলী,মোঃ মুরাদ,রুহুল আমিন,মোঃ কালাচান,মোঃ সুমন,নাজির হোসেন,জিতু দাস,তপন দাস,ভবন দাস,সাবিত্রি রানী,লক্ষী রানী,দিপালী রানী,সুমিত্রি রানী,শীলা রানী,দূর্গা রানী প্রমুখ। কল স্থাপনের মাধ্যমে পানির সংস্থানের ব্যবস্থা করায় মাঝিবাড়ী বাসিন্দারা কাউন্সিলর সুলতানকে সাধুবাদ জানায়। উদ্বোধণের প্রাক্কালে কাউন্সিলর ও তার সহধর্মীনীকে ফুলেল অভ্যর্থনা জানায়। উল্লেখ্য,বন্দর সিরাজুদ্দৌলা ক্লাব সংলগ্ন মাঝি বাড়ীসহ আশ পাশের লোকজন দীর্ঘ দিন ধরে খাবারের ও ব্যবহারের পানি সমস্যায় ভুগছিলেন। বিষয়টি জানার পর স্থানীয় ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া নিজ অর্থায়নে পানির সংযোগ ও কল স্থাপন করে দেন।