নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে নাশকতার আশংকায় পুলিশ মাসুদ ওরফে দয়াল মাসুদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদ করায় বৃহস্পতিবার দুপুরে বন্দরের সোনাকান্দা চৌধুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত দয়াল মাসুদ বন্দরের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মাতবর আলীর ছেলে। পুলিশ জানায়, সুপ্রিম কোর্ট নিজামীর মৃত্যুদন্ডাদেশ বহাল রাখায় বৃহস্পতিবার বন্দরের সোনাকান্দা চৌধুরীবাড়ি এলাকার দয়াল মাসুদ তার মুক্তির দাবি জানিয়ে এলাকাবাসীকে উত্তেজিত করার চেষ্টা করে। এ সময় দয়াল মাসুদ উসকানীমূলক শ্লোগান দেয়। এতে নাশকতা সৃষ্টি’র আশংকায় পুলিশ তাকে আটক করে। পরে তাকে ১৫১ ধারায় নারায়ণগঞ্জ আদালতে আদালতে হাজির করে।